
চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওস্তাদপাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নের ভাড়া বাসায় থাকা রংমিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের বাড়িতে বালু নেওয়ার জন্য একটি পিকআপ ভ্যান যায়। এ সময় গাড়িটি বিদ্যুতের তারে স্পর্শ করলে তারটি ছিঁড়ে পড়ে দুই যুবকের শরীরে লাগে। মুহূর্তেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় কেউ তাদের উদ্ধার করতে পারেননি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করা হয়।
কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জানান, বালুবাহী পিকআপের ধাক্কায় তার ছিঁড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন স্থানীয় বাসিন্দা, অপরজন খরনায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় ইকবাল নামে আরও একজন আহত হয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।