ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

নতুন ও পুরোনো গানে মাতাচ্ছে আর্টসেল, অস্ট্রেলিয়ায় কনসার্ট শুরু

ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল আজকের দিনে দেশ-বিদেশে লাখ লাখ ভক্তের ভালোবাসা পাচ্ছে। দীর্ঘ ২৬ বছর ধরে লিংকন, সাজু, সেজানসহ প্রতিষ্ঠাকালীন সদস্যরা রাতভর পরিশ্রম, বিশ্বাস ও কঠোর অনুশীলনের মাধ্যমে ব্যান্ডকে এই অবস্থানে নিয়ে এসেছে। সময়ের সঙ্গে তারা উপহার দিয়েছে ‘ধূসর সময়’, ‘তোমাকে’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’ ও ‘অনিকেত প্রান্তর’ এর মতো কালজয়ী গান।

আর্টসেল ২০২৪ সালে তাদের রজতজয়ন্তী উদযাপন করেছে। দেশ-বিদেশে অসংখ্য কনসার্টের মাধ্যমে তারা ভক্তদের কাছে বিশেষ সাড়া পেয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে পারফর্ম করেছে দলটি। অস্ট্রেলিয়ায় তারা মেলবোর্ন, তাসমানিয়া, সিডনি ও অ্যাডিলেডে কনসার্ট করবেন।

প্রতিষ্ঠাকালীন সদস্য জর্জ লিংকন ডি’কস্তা বলেন, “আমাদের একটাই লক্ষ্য আর্টসেল। আমরা সবসময় সৎভাবে মিউজিক তৈরি করি। জনপ্রিয়তার জন্য গান করি না, শুধুমাত্র ভালোবাসার জন্য। আমাদের ভক্তদের কাছে একটাই চাওয়া আর্টসেলকে ভালোবাসুন, আমরা আপনাদের ভালোবাসি।”

ড্রামার কাজী আশেকিন সাজু জানান, “আমরা ‘চতুর্থাংশ’ নামে নতুন একটি ইপি প্রকাশ করছি। এতে চারটি নতুন গান আছে—‘ও আকাশ’, ‘একটা নতুন গান’, ‘বিদায় কীভাবে জানাই’ ও ‘জানি ভুল করেছি’। ইতিমধ্যে দুটি গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।” তিনি আরও বলেন, পুরোনো গান নতুন গানকে ছাপিয়ে যাবে কি না, তা নিয়ে আলোচনা করার দরকার নেই; প্রধান লক্ষ্য হচ্ছে ভালো গান করা।

অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে প্রথমবার স্টেজে ফিরছেন সায়েফ আল নাজি সেজান, যা নিয়ে পুরো দল উচ্ছ্বসিত। লিড গিটারিস্ট কাজী ফয়সাল ও ইকবাল আসিফ জুয়েলও দেশের বাইরে ভক্তদের থেকে মিলছে সমান ভালোবাসায় আনন্দিত।

বর্তমান সদস্যরা হলেন: জর্জ লিংকন ডি’কস্তা (ভোকাল ও রিফ), কাজী আশেকিন সাজু (ড্রামার), সায়েফ আল নাজি সেজান (বেজ গিটার), কাজী ফয়সাল (লিড গিটার), ইকবাল আসিফ জুয়েল (লিড গিটার)

আর্টসেল সবসময় সৎভাবে মিউজিক ও গান তৈরিতে বিশ্বাসী, যা তাদের আন্তর্জাতিক স্বীকৃতির অন্যতম কারণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন ও পুরোনো গানে মাতাচ্ছে আর্টসেল, অস্ট্রেলিয়ায় কনসার্ট শুরু

আপডেট সময় : ০৩:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল আজকের দিনে দেশ-বিদেশে লাখ লাখ ভক্তের ভালোবাসা পাচ্ছে। দীর্ঘ ২৬ বছর ধরে লিংকন, সাজু, সেজানসহ প্রতিষ্ঠাকালীন সদস্যরা রাতভর পরিশ্রম, বিশ্বাস ও কঠোর অনুশীলনের মাধ্যমে ব্যান্ডকে এই অবস্থানে নিয়ে এসেছে। সময়ের সঙ্গে তারা উপহার দিয়েছে ‘ধূসর সময়’, ‘তোমাকে’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’ ও ‘অনিকেত প্রান্তর’ এর মতো কালজয়ী গান।

আর্টসেল ২০২৪ সালে তাদের রজতজয়ন্তী উদযাপন করেছে। দেশ-বিদেশে অসংখ্য কনসার্টের মাধ্যমে তারা ভক্তদের কাছে বিশেষ সাড়া পেয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে পারফর্ম করেছে দলটি। অস্ট্রেলিয়ায় তারা মেলবোর্ন, তাসমানিয়া, সিডনি ও অ্যাডিলেডে কনসার্ট করবেন।

প্রতিষ্ঠাকালীন সদস্য জর্জ লিংকন ডি’কস্তা বলেন, “আমাদের একটাই লক্ষ্য আর্টসেল। আমরা সবসময় সৎভাবে মিউজিক তৈরি করি। জনপ্রিয়তার জন্য গান করি না, শুধুমাত্র ভালোবাসার জন্য। আমাদের ভক্তদের কাছে একটাই চাওয়া আর্টসেলকে ভালোবাসুন, আমরা আপনাদের ভালোবাসি।”

ড্রামার কাজী আশেকিন সাজু জানান, “আমরা ‘চতুর্থাংশ’ নামে নতুন একটি ইপি প্রকাশ করছি। এতে চারটি নতুন গান আছে—‘ও আকাশ’, ‘একটা নতুন গান’, ‘বিদায় কীভাবে জানাই’ ও ‘জানি ভুল করেছি’। ইতিমধ্যে দুটি গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।” তিনি আরও বলেন, পুরোনো গান নতুন গানকে ছাপিয়ে যাবে কি না, তা নিয়ে আলোচনা করার দরকার নেই; প্রধান লক্ষ্য হচ্ছে ভালো গান করা।

অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে প্রথমবার স্টেজে ফিরছেন সায়েফ আল নাজি সেজান, যা নিয়ে পুরো দল উচ্ছ্বসিত। লিড গিটারিস্ট কাজী ফয়সাল ও ইকবাল আসিফ জুয়েলও দেশের বাইরে ভক্তদের থেকে মিলছে সমান ভালোবাসায় আনন্দিত।

বর্তমান সদস্যরা হলেন: জর্জ লিংকন ডি’কস্তা (ভোকাল ও রিফ), কাজী আশেকিন সাজু (ড্রামার), সায়েফ আল নাজি সেজান (বেজ গিটার), কাজী ফয়সাল (লিড গিটার), ইকবাল আসিফ জুয়েল (লিড গিটার)

আর্টসেল সবসময় সৎভাবে মিউজিক ও গান তৈরিতে বিশ্বাসী, যা তাদের আন্তর্জাতিক স্বীকৃতির অন্যতম কারণ।