
সিরাজগঞ্জে ‘সালেহা পাগলি’ নামে পরিচিত ভিক্ষুক সালেহা বেগম শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেহা বেগম রায়পুর ১ নম্বর মিলগেটের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন। অসুস্থ হয়ে সম্প্রতি তিনি মাছুমপুরের একটি বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয়রা জানান, দুই দিনে তার ঘর থেকে তিন বস্তা টাকা উদ্ধার করা হয়। প্রথমবার ৯ অক্টোবর স্থানীয়রা ২ বস্তা টাকা গণনা করে প্রায় ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পান। এরপর ১১ অক্টোবর আরও ১ বস্তা টাকা পাওয়া যায়। সালেহা বেগম প্রায় ৪০ বছর ভিক্ষা করে জমানো এই টাকা কখনো ব্যবহার করেননি।
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার শিপু জানান, সালেহা বেগমকে নর্থবেঙ্গল ও সদর হাসপাতাল দেখানো হলেও শেষে জিয়াউর রহমান মেডিকেল কলেজে লিভার ক্যান্সারের পরীক্ষা করা হয়। সেখানে তার অবস্থা সংকটজনক হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
তার মরদেহ আজ সকাল ১০টায় জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 


























