ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে পাকিস্তানের যৌথবাহিনী প্রধান জেনারেল মির্জা

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

রোববার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বসহ পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জেনারেল মির্জা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী শিপিং রুট ইতোমধ্যে চালু হয়েছে এবং অদূর ভবিষ্যতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।

এ সময় উভয়পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের বিষয়েও মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “ভুয়া খবর ও ভুল তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিশৃঙ্খলা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক উদ্যোগ নেওয়া জরুরি।”

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে হামলা, রোগীর মৃত্যু

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে পাকিস্তানের যৌথবাহিনী প্রধান জেনারেল মির্জা

আপডেট সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

রোববার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বসহ পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জেনারেল মির্জা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী শিপিং রুট ইতোমধ্যে চালু হয়েছে এবং অদূর ভবিষ্যতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।

এ সময় উভয়পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের বিষয়েও মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “ভুয়া খবর ও ভুল তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিশৃঙ্খলা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক উদ্যোগ নেওয়া জরুরি।”

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।