
বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপ (BSGF) এর উদ্যোগে ফেলোশিপ ডে উপলক্ষে গতকাল (২৫ অক্টোবর) রাজধানীর শামস হল স্কাউট ভবনে এক তথ্যবহুল ও শ্রদ্ধামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কাউট ও গাইড আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে কাজ করা ব্যক্তিদের লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা ও ফেলোশিপ ক্রেস্ট প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে মরহুম এম. খালেক সাহেবকে মৃত্যোত্তর আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ৯ সেপ্টেম্বর ২০১৬ সালে ইন্তেকাল করেন। তাঁর পক্ষে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন তাঁর পুত্র মোহাম্মদ জাভেদ ওমর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসজিএফ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সামছ খান। এছাড়া সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, যুগ্ম সম্পাদক এম. এ. ওয়াহেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ, পানি ও ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। তিনি মরহুম এম. খালেক সাহেবের বিয়াই।
অনুষ্ঠানে এম. নাজিম উদ্দিন আল আজাদ বলেন, মরহুম এম. খালেক সাহেব ছিলেন সৎ, নিষ্ঠাবান ও দূরদর্শী নেতা। স্কাউট ও গাইড আন্দোলনে তাঁর অবদান অমূল্য। আমি গর্বিত যে তাঁর সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছি। তাঁর আদর্শ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের স্কাউটদের জন্য এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা মরহুম এম. খালেক সাহেবের অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর নিষ্ঠা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ স্কাউট ও গাইড আন্দোলনের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাঁরা জানান, এম. খালেক সাহেবের মতো ব্যক্তিত্বদের আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের স্কাউটদের অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মধ্যে স্মারক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ফেলোশিপ ডে উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
নিজস্ব/নিউজ টুডে 



























