
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ তফা বাস্তবায়ন ও দলের নেতাকর্মীদের সুসংগঠিত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন এর সঞ্চালয়ে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ মানসুর রহমান, সহ সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ওসমান গনি/ধামরাই, প্রতিনিধি/নিউজ টুডে 


























