বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। প্রেম, বেদনা ও স্মৃতির মায়াজালে ভরা তার গানগুলোর জন্য কোটি কোটি ভক্ত তাকে চেনে। এবার তিনি সরাসরি মঞ্চ মাতাতে আসছেন দেশের সংগীতপ্রেমীদের জন্য।
ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকিট টুমোরো প্ল্যাটফর্ম ইতিমধ্যেই তার আগমনের বিষয়টি নিয়ে অনলাইন প্রচারণা শুরু করেছে। তবে এ পর্যন্ত তার বাংলাদেশ আগমনের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি।
উল্লেখযোগ্য, এর আগে ২০১৬ সালে অরিজিৎ সিং ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























