
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার আটাবহ ইউনিয়নের মহরাহবহ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হুমায়ুন কবির খানের পক্ষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।এ সময় তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান এবং গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান। উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কুহিনূর ইসলাম রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খান, ইউনিয়ন বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন খান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল হাসান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রকি আহমেদ এবং আটাবহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জামাল উদ্দিন মণ্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। তারা আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
আয়োজকরা জানান, চলমান এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিএনপির লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে সচেতন করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।
 
																			 গাজীপুর, প্রতিনিধি/নিউজ টুডে
																গাজীপুর, প্রতিনিধি/নিউজ টুডে								 


























