
ঢাকার আশুলিয়ার গাজীরচটের মাটির মসজিদ এলাকায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় অভিনেতার ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ চারজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
আটকরা হলেন— হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মো. জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩)।
যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর রাতে এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আর্মি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালায়।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, চারটি দেশীয় অস্ত্র, সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, গাঁজা, দেশীয় মদসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি গাজীরচট এলাকায় একটি অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী চক্র স্থানীয় সহযোগীদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত ৩০ অক্টোবর রাতে টানা পাঁচ রাউন্ড গুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জামগড়া আর্মি ক্যাম্পের টহলদল স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ বাহিনী লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রীসহ চার আসামিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধির নাম 























