
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’ (Coke Studio খ্যাত) আবারও বাংলাদেশে আসছে। প্রাইম ওয়েভ কমিউনিকেশন এই কনসার্টটির আয়োজক, যা আগামী ডিসেম্বর মাসে ঢাকার একটি পরিচিত স্থানে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা ইতোমধ্যে অনলাইনে প্রচার শুরু করেছেন এবং ধারণা করা হচ্ছে এই মাসেই টিকিটের বিক্রি শুরু হবে।
এর আগে, ব্লু ব্রিক কমিউনিকেশনসের আয়োজনে ব্যান্ডটি ২৪ ও ২৫ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামে সফলভাবে পারফর্ম করেছিল।
১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ এই সেমি-ক্ল্যাসিক্যাল ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন। ‘বাচপান’ এবং ‘তেরে পেয়ার মে’-এর মতো জনপ্রিয় গানগুলোর মাধ্যমে কাভিশ পাকিস্তান ছাড়িয়ে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও ব্যাপক পরিচিতি লাভ করেছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 
























