ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

ইলিশ রক্ষায় আট মাসের নিষেধাজ্ঞা শুরু: আজ থেকে জাটকা ধরা নিষিদ্ধ

ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে সরকার সাগর ও নদীতে আট মাসের জন্য জাটকা আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা শনিবার, ১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

​নিষেধাজ্ঞার এই সময়ে, ১০ ইঞ্চির (২৫ সেন্টিমিটার) কম দৈর্ঘ্যের যেকোনো ইলিশ বা ‘জাটকা’ ধরা, কেনাবেচা, পরিবহন, বিনিময় এবং মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এই অভিযান বাস্তবায়ন করছে। আইন অমান্যকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সংশোধিত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫ এবং বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ব্যক্তি সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। (তবে, মূল তথ্যে পুরোনো শাস্তি হিসেবে ১-২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার জরিমানার কথা উল্লেখ ছিল, নতুন আইনে জরিমানার অঙ্ক অনেক বেশি করা হয়েছে।)

​এই সময়ের আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালিত হয়েছিল।

​জাটকা রক্ষায় মৎস্য বিভাগ জানিয়েছে, পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদপ্তর জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সারা দেশে কঠোর নজরদারি চালাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যু কাম্পে আতঙ্ক: পেদ্রির চোট আবারও বার্সার দুশ্চিন্তা

ইলিশ রক্ষায় আট মাসের নিষেধাজ্ঞা শুরু: আজ থেকে জাটকা ধরা নিষিদ্ধ

আপডেট সময় : ১১:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে সরকার সাগর ও নদীতে আট মাসের জন্য জাটকা আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা শনিবার, ১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

​নিষেধাজ্ঞার এই সময়ে, ১০ ইঞ্চির (২৫ সেন্টিমিটার) কম দৈর্ঘ্যের যেকোনো ইলিশ বা ‘জাটকা’ ধরা, কেনাবেচা, পরিবহন, বিনিময় এবং মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এই অভিযান বাস্তবায়ন করছে। আইন অমান্যকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সংশোধিত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫ এবং বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ব্যক্তি সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। (তবে, মূল তথ্যে পুরোনো শাস্তি হিসেবে ১-২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার জরিমানার কথা উল্লেখ ছিল, নতুন আইনে জরিমানার অঙ্ক অনেক বেশি করা হয়েছে।)

​এই সময়ের আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালিত হয়েছিল।

​জাটকা রক্ষায় মৎস্য বিভাগ জানিয়েছে, পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদপ্তর জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সারা দেশে কঠোর নজরদারি চালাবে।