ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

লক্ষ্মীপুরে বিয়ে না করায় ক্ষুব্ধ যুবকের অটোরিকশায় আগুন

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার সুতার বাড়ির দুলালের ছেলে।

অটোরিকশার মালিক মনির জানান, তার খালাতো ভাই সুজন দীর্ঘদিন ধরে তার বোনকে উত্ত্যক্ত করছিল এবং বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিবার রাজি না হওয়ায় সুজন ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্ত্যক্তের ঘটনায় পরিবার চন্দ্রগঞ্জ থানায় অভিযোগও করেছিল। প্রায় ১৫ দিন আগে মনিরের বোনের অন্যত্র বিয়ে হলে সুজন আরও ক্ষিপ্ত হয়ে পড়ে।

মনির বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের গন্ধ পেয়ে বাইরে এসে দেখি আমার সিএনজি অটোরিকশা জ্বলছে। সুজন ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

এ ঘটনায় সুজনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “অটোরিকশা পোড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে শফিক তুহিনের হৃদয়স্পর্শী গান

লক্ষ্মীপুরে বিয়ে না করায় ক্ষুব্ধ যুবকের অটোরিকশায় আগুন

আপডেট সময় : ০১:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার সুতার বাড়ির দুলালের ছেলে।

অটোরিকশার মালিক মনির জানান, তার খালাতো ভাই সুজন দীর্ঘদিন ধরে তার বোনকে উত্ত্যক্ত করছিল এবং বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিবার রাজি না হওয়ায় সুজন ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্ত্যক্তের ঘটনায় পরিবার চন্দ্রগঞ্জ থানায় অভিযোগও করেছিল। প্রায় ১৫ দিন আগে মনিরের বোনের অন্যত্র বিয়ে হলে সুজন আরও ক্ষিপ্ত হয়ে পড়ে।

মনির বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের গন্ধ পেয়ে বাইরে এসে দেখি আমার সিএনজি অটোরিকশা জ্বলছে। সুজন ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

এ ঘটনায় সুজনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “অটোরিকশা পোড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”