ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

বগুড়া ছেড়ে এবার ঢাকা-১৭ আসনে হিরো আলম, লড়বেন প্রতিবাদের প্রতীক হয়ে

আলোচিত ব্যক্তি ও অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এবার তিনি বগুড়ার পরিবর্তে ঢাকার ১৭ নম্বর আসন (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা ইত্যাদি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

​গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়া তাঁর কাছে কেবল জয়ের বিষয় নয়, এটি একটি প্রতিবাদের মাধ্যম। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এই প্রত্যাশা থেকেই তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, “আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক। মানুষ উৎসব করে ভোট দিতে আসুক।”

​নির্বাচনী কৌশল প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন দলের প্রধানদের সাথে তাঁর আলোচনা চলছে। দলগুলোর প্রস্তাবগুলো তিনি মানতে পারবেন কি না, তা ভেবে দেখছেন। যদি “ব্যাটে-বলে মেলে”, তবে তিনি কোনো দলে যোগ দেবেন, অন্যথায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

​উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ২৫ হাজার। এই আসনে হিরো আলম আগেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বগুড়া ছেড়ে এবার ঢাকা-১৭ আসনে হিরো আলম, লড়বেন প্রতিবাদের প্রতীক হয়ে

বগুড়া ছেড়ে এবার ঢাকা-১৭ আসনে হিরো আলম, লড়বেন প্রতিবাদের প্রতীক হয়ে

আপডেট সময় : ০৮:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আলোচিত ব্যক্তি ও অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এবার তিনি বগুড়ার পরিবর্তে ঢাকার ১৭ নম্বর আসন (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা ইত্যাদি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

​গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়া তাঁর কাছে কেবল জয়ের বিষয় নয়, এটি একটি প্রতিবাদের মাধ্যম। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এই প্রত্যাশা থেকেই তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, “আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক। মানুষ উৎসব করে ভোট দিতে আসুক।”

​নির্বাচনী কৌশল প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন দলের প্রধানদের সাথে তাঁর আলোচনা চলছে। দলগুলোর প্রস্তাবগুলো তিনি মানতে পারবেন কি না, তা ভেবে দেখছেন। যদি “ব্যাটে-বলে মেলে”, তবে তিনি কোনো দলে যোগ দেবেন, অন্যথায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

​উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ২৫ হাজার। এই আসনে হিরো আলম আগেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।