
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর খুব কাছ থেকে দেখা হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন ডেঙ্গুর ভয়ঙ্কর প্রভাব ও মৃত্যুর খবর শোনা যাচ্ছে। সেই ভয়াবহ অভিজ্ঞতার মুহূর্ত স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
সাম্প্রতিক সময়ে তিনি নিজের ব্যক্তিগত প্রোফাইলে কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিট (সিএইচডিউ) এর একটি ছবি পোস্ট করে লিখেছেন, “এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করাক। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন ও ভয়ংকর সময় ছিল (২৭/১০/২০২৫)। দরজার ভিতরে ঢোকার আগে সে আমাকে বলেছিল আমি যেন তাকে ক্ষমা করি। সেটা শুনেও আমি ভান করেছিলাম যেন কিছুই হয়নি হবে না ইনশাআল্লাহ। ওই সময় নিজেকে খুব শক্ত করে সামলালাম। এখন ভেবে নিজের কাছেই অবাক লাগছে যে আমি কীভাবে এতটা দৃঢ় থাকতে পারলাম।”
মিষ্টি আরও লিখেছেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আল্লাহ আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করবেন। তবে যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটা একমাত্র আল্লাহই জানেন। সবসময় দোয়া ও জিকিরে কিভাবে যেন সেই কঠিন সময় পার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান, পরম দয়ালু। তাঁর দয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভুলা যায় না। সেই কঠিন সময় এখনো বারবার মনে পড়ে; হয়তো এই ট্রমা কাটতেও কিছু সময় লাগবে।”
																			
																ডেক্স নিউজ/নিউজ টুডে								 

























