
চট্টগ্রামে পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘কুরআন অলিম্পিয়াড ২০২৫’এর গ্র্যান্ড ফাইনাল যেখানে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
ধর্মীয় মূল্যবোধ ও কুরআন শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর উদ্যোগে সফলভাবে আয়োজিত হলো ‘কুরআন অলিম্পিয়াড ২০২৫’এর গ্র্যান্ড ফাইনাল। সোমবার (৩ নভেম্বর) নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণিল পরিবেশে এই মহৎ আয়োজনটি সম্পন্ন হয়। এই অলিম্পিয়াডটি চারটি প্রধান বিভাগে অনুষ্ঠিত হয়: কুরআন তিলাওয়াত (ক্বিরাত), হিফজ, কুইজ, ক্যালিগ্রাফি। চট্টগ্রাম মহানগর ও আশপাশের ৪০টিরও বেশি স্কুল ও মাদরাসা থেকে শিক্ষার্থীরা এতে অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং মানসম্পন্ন পরিবেশনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে সুন্দর বার্তা পৌঁছাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান এবং উদ্বোধন করেন অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. আবু বকর রফিক (চেয়ারম্যান, সেন্ট্রাল শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড, বাংলাদেশ ব্যাংক; প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম – IIUC)।
প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন , ড. বি. এম. মফিজুর রহমান (প্রফেসর, কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আইআইইউসি)।
সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মো. আইয়ুব নূরী (অধ্যক্ষ, রাঙ্গামাটি বাঙালহালিয়া সরকারি কলেজ), ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ড. সৌদ বিন মোহাম্মদ (আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপকদ্বয়), এবং মাওলানা আনোয়ারুল হক আজহারী (পেশ ইমাম, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ)।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. সারওয়ার কামাল, ভাইস চেয়ারম্যান আনোয়ার সিদ্দিক চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি মো: মহিবুল্লাহ চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর মো: শোয়াইব চৌধুরী সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের দক্ষতা ও বয়সভিত্তিক বিবেচনায় তিনটি গ্রুপে বিভক্ত ছিল: গ্রুপ এ ক্বিরাত, গ্রুপ বি হিফজ ও কুরআনিক কুইজ, গ্রুপ সি ক্বিরাত ও কুরআনিক ক্যালিগ্রাফি। প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার-আপ এবং সেকেন্ড রানার-আপদের জন্য আকর্ষণীয় নগদ অর্ধ লক্ষাধিক টাকার পুরস্কার, সনদ ও স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মাইনুদ্দিন এবং ছাত্র মো. আজওয়াদ সিদ্দিক চৌধুরী। সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ছমির উদ্দিন।
অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধের আলোকে শিক্ষার্থীদের চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানিয়েছেন যে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
																			
																ওয়াসেকা রহমান/নিউজ টুডে								 


























