ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বক্তব্যের অভিযোগে থানায় অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর থানায় অভিযোগটি দায়ের করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. মিনার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির খান। তিনি বলেন, গত কয়েকদিন ধরে কালিয়াকৈরের এক কুলাঙ্গার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত রোববার (৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ইরাদ আহমেদ দাবি করেন, তিনি ভারতে বসে সাবেক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, তার সঙ্গেও তিনি জড়িত থাকতে পারেন। কোনো নাশকতা ঘটার আগেই তাকে আইনের আওতায় আনতে হবে, নতুবা আমরা ২৪ ঘণ্টার মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করব।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইরাদ আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করে আসছেন, যার কারণে পূর্বেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি প্রাথমিকভাবে যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বক্তব্যের অভিযোগে থানায় অভিযোগ

আপডেট সময় : ১২:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর থানায় অভিযোগটি দায়ের করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. মিনার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির খান। তিনি বলেন, গত কয়েকদিন ধরে কালিয়াকৈরের এক কুলাঙ্গার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত রোববার (৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ইরাদ আহমেদ দাবি করেন, তিনি ভারতে বসে সাবেক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, তার সঙ্গেও তিনি জড়িত থাকতে পারেন। কোনো নাশকতা ঘটার আগেই তাকে আইনের আওতায় আনতে হবে, নতুবা আমরা ২৪ ঘণ্টার মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করব।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইরাদ আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করে আসছেন, যার কারণে পূর্বেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি প্রাথমিকভাবে যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হবে।