
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি শফিকুর রহমান (৮৪) মারা গেছেন। কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শফিকুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বাবার নাম সেরাজুল হক। তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 























