
অ্যাকশন আর উত্তেজনার সঙ্গে হাজির হলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী। নতুন ছবি ‘পুলিশ’-এ তাকে দেখা যাবে একজন সৎ ও আদর্শবান পুলিশ অফিসারের ভূমিকায়, যিনি আইন ও ন্যায়ের পথে অটল। পরিচালক রাজা চন্দের পরিচালনায় নির্মিত ছবিটির অফিসিয়াল ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গল্পের কেন্দ্রে রয়েছে এক বড় মাফিয়া, যে পুলিশ বা ক্ষমতার ভয়ে কোনো বাধা মানে না। তবে সে কি তার রাজত্ব চালিয়ে যেতে পারবে? ছবিতে টোটা রায় চৌধুরী ইন্সপেক্টর রণদ্বীপ রায়ের চরিত্রে দেখা যাবে, যিনি কাউকে ভয় পান না। অপরদিকে, আর. কে. সিং অভিনয় করেছেন দেবী দাস চৌধুরী চরিত্রে। ট্রেলারে দু’জনের মুখোমুখি দৃশ্যগুলোতে রয়েছে টানটান অ্যাকশন।
ছবিতে রয়েছে কয়েকটি গান। ‘ইকুইনক্স ফিল্মস সিটি’ ও ‘প্রার্থনা মুভিজ’-এর ব্যানারে প্রযোজক ঝুমা পাল ও স্বপ্না সিং ছবিটি বড় পর্দায় মুক্তি দেবেন আগামী ২১ নভেম্বর।
ছবির প্রসঙ্গে টোটা রায় চৌধুরী বলেন, “আমি আগেও পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। তবে আমার শর্ত ছিল কখনো দুর্নীতিগ্রস্ত বা নেতিবাচক চরিত্রে অভিনয় করব না। আমি খুব কাছ থেকে পুলিশদের কাজ দেখেছি। আজকাল সবাই নেতিবাচক দিকই তুলে ধরে, কিন্তু ইতিবাচক মানুষও আছেন। ভাবুন তো, যদি একদিন পুলিশ কাজ করা বন্ধ করে দেন, সমাজটা কেমন হবে?”
অপরদিকে, আর. কে. সিং বলেন, “টোটা রায় চৌধুরীর সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। তিনি যেমন ভালো অভিনেতা, তেমনই ভালো মানুষ। ছবিতে রয়েছে টানটান উত্তেজনা এবং এমন বহু দৃশ্য, যা দর্শকদের খুব পছন্দ হবে।”
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























