ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

কাভিশ, শিরোনামহীন ও মেঘদল মিলিয়ে কনসার্টে মাতাবেন ঢাকাবাসী

বছর শেষের শীতের শুরুতে শহরজুড়ে কনসার্টের আয়োজনের প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় আয়োজিত হচ্ছে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্ট।

এই কনসার্টে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ এর সঙ্গে বাংলাদেশের দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ অংশগ্রহণ করবে। কনসার্টটি অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর বিকেল ৫টায়, রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত কোর্টসাইডে। আয়োজনের দায়িত্বে রয়েছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স।

১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদ মিলিয়ে গড়ে তোলা ব্যান্ড কাভিশ গত ২৭ বছর ধরে সেমি ক্লাসিকাল ঘরানার গান পরিবেশন করছে। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘মোরে সাইয়া’, ‘তেরে পেয়ার মে’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ প্রভৃতি।

বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল গত দুই দশকের বেশি সময় ধরে ভিন্নধর্মী গান পরিবেশনের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি অর্জন করেছে।

টিকটিকি.কম থেকে টিকিট পাওয়া যাচ্ছে। সাধারণ টিকিটের দাম ২৪৯৯ টাকা, আর ভিআইপি টিকিটের দাম ৪৯৯৯ টাকা। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় আসেছিল কাভিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

কাভিশ, শিরোনামহীন ও মেঘদল মিলিয়ে কনসার্টে মাতাবেন ঢাকাবাসী

আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বছর শেষের শীতের শুরুতে শহরজুড়ে কনসার্টের আয়োজনের প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় আয়োজিত হচ্ছে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্ট।

এই কনসার্টে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ এর সঙ্গে বাংলাদেশের দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ অংশগ্রহণ করবে। কনসার্টটি অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর বিকেল ৫টায়, রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত কোর্টসাইডে। আয়োজনের দায়িত্বে রয়েছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স।

১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদ মিলিয়ে গড়ে তোলা ব্যান্ড কাভিশ গত ২৭ বছর ধরে সেমি ক্লাসিকাল ঘরানার গান পরিবেশন করছে। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘মোরে সাইয়া’, ‘তেরে পেয়ার মে’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ প্রভৃতি।

বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল গত দুই দশকের বেশি সময় ধরে ভিন্নধর্মী গান পরিবেশনের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি অর্জন করেছে।

টিকটিকি.কম থেকে টিকিট পাওয়া যাচ্ছে। সাধারণ টিকিটের দাম ২৪৯৯ টাকা, আর ভিআইপি টিকিটের দাম ৪৯৯৯ টাকা। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় আসেছিল কাভিশ।