
গাজীপুর মেট্রোপলিটনের আলোচিত দুইটি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকা রাখায় টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান সম্মাননা পেয়েছেন। নবনিযুক্ত পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান এবং ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান।
সম্প্রতি আলোচিত মুফতি মহিবুল্লাহ মিয়াজী অপহরণ এবং আট টুকরা লাশ উদ্ধারের হত্যা মামলা উভয় ঘটনার মূল রহস্য উদঘাটনে পেশাদারিত্ব, তদন্তে দক্ষতা এবং নিরলস পরিশ্রমের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
পুরস্কার প্রদানের সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, জটিল দুটি মামলার তদন্তে এসআই মেহেদীর আন্তরিকতা ও দায়িত্বশীলতা সত্যিই প্রশংসার যোগ্য। তার এই সাফল্য টঙ্গী পূর্ব থানার জন্য গর্ব।
ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান জানান, দলগত প্রচেষ্টার পাশাপাশি এসআই মেহেদীর তথ্য বিশ্লেষণ ও মাঠ পর্যায়ের কার্যক্রম মামলাগুলোর রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কারপ্রাপ্ত উপ-পরিদর্শক এস এম মেহেদী হাসান বলেন, এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব।
টঙ্গী (গাজীপুর) , প্রতিনিধি/নিউজ টুডে 























