
চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আবারও ঢাকায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে অলাভজনক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’। এই কনসার্টের নাম রাখা হয়েছে ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’। কনসার্টে পারফর্ম করবেন বিশ্বখ্যাত গায়ক আতিফ আসলাম।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আয়োজক প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনসার্টের লক্ষ্য জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া এবং জুলাই চেতনাকে উজ্জীবিত করা। কনসার্ট থেকে অর্জিত সমস্ত অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এ প্রদান করা হবে। ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের মূল আকর্ষণ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আতিফ আসলামকে। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। কনসার্টটি ১২ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে যেকোনো একদিন অনুষ্ঠিত হবে। ভেন্যু ও চূড়ান্ত তারিখ শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
আতিফ আসলাম ছাড়াও কনসার্টে থাকবেন বিদেশি অতিথি এবং দেশীয় জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। দেশীয় ঐতিহ্যবাহী লোকসংগীত ও কাওয়ালি গান এই অনুষ্ঠানে প্রাধান্য পাবে। এছাড়া থাকবে জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি এবং মঞ্চনাটক।
‘স্পিরিটস অব জুলাই’ উল্লেখ করেছে, বর্তমান সময়ে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে সবাইকে একত্র করার উদ্দেশ্যেই এই আয়োজন। তারা বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে একত্র করে দেশে জুলাইয়ের আবহ ফেরাতে চাই।
এর আগে, ২০২৪ সালের ২১ ডিসেম্বর আয়োজিত ‘ইকোজ অব রেভ্যুলেশন’ এ পারফর্ম করেছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সেই কনসার্ট থেকে অর্জিত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা ৩১ ডিসেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছিল।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























