ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

চট্টগ্রামে থানার ব্যারাক থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্ত শুরু

নগর চট্টগ্রামে থানার ভেতর থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম অহিদুর রহমান (৩২)। রোববার সকালে চকবাজার থানা ব্যারাকের গোসলখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। অহিদুর নোয়াখালীর কবির হাটের মোহাম্মদ শহীদুল্লার ছেলে।

পুলিশ জানিয়েছে, অহিদুর বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে তিন মাস আগে নগর পুলিশের সঙ্গে যোগ দেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে চাকরি করছিলেন। তিনি গত সেপ্টেম্বর মাসে চকবাজার থানায় পদায়ন হন এবং থানার ব্যারাকেই থাকতেন।

ঘটনার সকালে অহিদুর গোসল করতে যান। পুলিশের অন্য এক সদস্য গোসলের জন্য বাইরে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, গোসলখানার ছাদের হুকের সঙ্গে রশি দিয়ে অহিদুরের লাশ ঝুলছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, “গত রাতেও অহিদুর টহল দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং তার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়নি। এই ঘটনায় কেন এবং কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।”

ঘটনাস্থলে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চট্টগ্রামে থানার ব্যারাক থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্ত শুরু

আপডেট সময় : ০৪:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নগর চট্টগ্রামে থানার ভেতর থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম অহিদুর রহমান (৩২)। রোববার সকালে চকবাজার থানা ব্যারাকের গোসলখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। অহিদুর নোয়াখালীর কবির হাটের মোহাম্মদ শহীদুল্লার ছেলে।

পুলিশ জানিয়েছে, অহিদুর বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে তিন মাস আগে নগর পুলিশের সঙ্গে যোগ দেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে চাকরি করছিলেন। তিনি গত সেপ্টেম্বর মাসে চকবাজার থানায় পদায়ন হন এবং থানার ব্যারাকেই থাকতেন।

ঘটনার সকালে অহিদুর গোসল করতে যান। পুলিশের অন্য এক সদস্য গোসলের জন্য বাইরে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, গোসলখানার ছাদের হুকের সঙ্গে রশি দিয়ে অহিদুরের লাশ ঝুলছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, “গত রাতেও অহিদুর টহল দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং তার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়নি। এই ঘটনায় কেন এবং কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।”

ঘটনাস্থলে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।