
মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর চার সপ্তাহ থাইল্যান্ডে অবস্থানের পর মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ চ্যাম্পিয়ন তানজিয়া জামান মিথিলা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, দেশের মানুষ এবং বিনোদন অঙ্গনের যারা তাঁর প্রতি সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।
৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১২১ দেশের অংশগ্রহণকারী থেকে মিথিলা সেরা ৩০ এর মধ্যে জায়গা করে নিয়েছেন। তবে ক্লোজডোর ভোটিংয়ে মুকুট জয় হয়নি; মেক্সিকোর ফাতিমা বশ জিতেছেন। মিথিলার ক্লোজডোর স্কোর ছিল ৯.৬৪০, ফাতিমার ৮.৯৭৫৫।
তিনি বলেন, “প্রথম লক্ষ্য ছিল বাংলাদেশকে বিশ্বমঞ্চে সঠিকভাবে উপস্থাপন করা। দেশের পতাকা তুলে ধরার জন্য যত কষ্ট দরকার, তা আমি শেষ মুহূর্ত পর্যন্ত করেছি। সকলের সমর্থন ও ভালোবাসা আমাকে অভিভূত করেছে।”
মিথিলা আরও জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে, পরবর্তী প্রতিযোগীদের জন্য প্রস্তুতি ও সহায়তা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি বাংলাদেশকে উপস্থাপন করেছি, নিজেকে নয়। যারা আমাকে ভোট দিয়েছেন, আসলে তাঁরা বাংলাদেশকে ভোট দিয়েছেন।”
বিকিনি পরা নিয়ে সমালোচনার বিষয়ে মিথিলা বলেন, “ক্লোজডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইমস্যুটের ওপর নম্বর দেওয়া হয়। সুইমস্যুট পরা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। আমি দেশের সম্মান নষ্ট করিনি।”
মিথিলা বিমানবন্দরে আবেগপ্রবণ হয়ে বলেন, “এবার প্রথমবারের মতো বুঝতে পেরেছি বাংলাদেশ কত বড় দেশ। আমাদের মানুষ চাইলে কী করতে পারে তা দেখানোর সুযোগ পেয়েছি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর প্রায় ২০ লাখ ভোট বাংলাদেশি দিয়েছে।”
মিস ইউনিভার্স ২০২৫ এর চূড়ান্ত রাউন্ডে বিজয়ী হন ২৫ বছর বয়সী সমাজকর্মী ফাতিমা বশ, যাকে মুকুট পরান গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিগ। প্রতিযোগিতার আগে কিছু বিতর্কও তৈরি হয়, যেখানে দুই বিচারক নির্বাচন প্রক্রিয়া নিয়ে পদত্যাগ করেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























