ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ভারতীয় প্রযোজকের অভিযোগের জবাব তানজিন তিশার: ‘চুক্তিভঙ্গ তাদেরই’

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অগ্রিম পারিশ্রমিক ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় প্রযোজক শরিফুল ধাবক। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন তিশা, যেখানে অভিযোগগুলোকে তিনি “সম্পূর্ণ মিথ্যা ও রটনা” বলে দাবি করেছেন।

তিশা লেখেন, ভারতীয় পরিচালক এম. এন. রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। আইনজীবীর মাধ্যমে সই হওয়া সেই চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল তার বিদেশ ভ্রমণের সব দায়িত্ব, যেমন ভিসা প্রক্রিয়া, টিকিট, থাকা–খাওয়ার ব্যবস্থা পরিচালক ও প্রযোজকের ওপরই বর্তাবে। কিন্তু দুই মাস অপেক্ষা করেও নির্মাতারা তার ভিসা নিশ্চিত করতে ব্যর্থ হন। ব্যক্তিগত উদ্যোগেও ভিসা পাওয়া সম্ভব না হওয়ায়, এটি নির্মাতাদের দায়িত্বহীনতা বলেই মন্তব্য করেন তিশা।

তিনি আরও জানান, ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যেই নির্মাতারা তার জায়গায় অন্য একজন শিল্পীকে নিয়ে শুটিং শুরু করেন। ফলে পেশাগত কারণে তাকে বাধ্য হয়ে প্রজেক্টটি থেকে সরে আসতে হয়েছে। পরে তিনি বাংলাদেশের একটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, যার শুটিং এখনো চলছে।

তিশার অভিযোগ, চুক্তিভঙ্গের দায় পরিচালকদের হলেও লাইন প্রোডিউসার শরিফুল ধাবক এখন তাকে কখনও এক–তৃতীয়াংশ, কখনও কিছু অংশ টাকা ফেরত দিতে বলছেন। পাশাপাশি সাংবাদিকদের কাছে ভুল তথ্য ছড়িয়ে তার ক্যারিয়ারের ক্ষতি করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা তিনি “অপচেষ্টা” হিসেবে আখ্যা দেন।

সবশেষে তিশা জানান, চুক্তিপত্রে কোথাও উল্লেখ নেই যে পরিচালকের ভুল হলে অভিনেত্রীকে টাকা ফেরত দিতে হবে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল—আইন বা আদালত যদি টাকা ফেরতের নির্দেশ দেয়, তিনি তা মানতে প্রস্তুত। একই সঙ্গে সাংবাদিকদের সত্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ভারতীয় প্রযোজকের অভিযোগের জবাব তানজিন তিশার: ‘চুক্তিভঙ্গ তাদেরই’

আপডেট সময় : ০৫:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অগ্রিম পারিশ্রমিক ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় প্রযোজক শরিফুল ধাবক। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন তিশা, যেখানে অভিযোগগুলোকে তিনি “সম্পূর্ণ মিথ্যা ও রটনা” বলে দাবি করেছেন।

তিশা লেখেন, ভারতীয় পরিচালক এম. এন. রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। আইনজীবীর মাধ্যমে সই হওয়া সেই চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল তার বিদেশ ভ্রমণের সব দায়িত্ব, যেমন ভিসা প্রক্রিয়া, টিকিট, থাকা–খাওয়ার ব্যবস্থা পরিচালক ও প্রযোজকের ওপরই বর্তাবে। কিন্তু দুই মাস অপেক্ষা করেও নির্মাতারা তার ভিসা নিশ্চিত করতে ব্যর্থ হন। ব্যক্তিগত উদ্যোগেও ভিসা পাওয়া সম্ভব না হওয়ায়, এটি নির্মাতাদের দায়িত্বহীনতা বলেই মন্তব্য করেন তিশা।

তিনি আরও জানান, ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যেই নির্মাতারা তার জায়গায় অন্য একজন শিল্পীকে নিয়ে শুটিং শুরু করেন। ফলে পেশাগত কারণে তাকে বাধ্য হয়ে প্রজেক্টটি থেকে সরে আসতে হয়েছে। পরে তিনি বাংলাদেশের একটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, যার শুটিং এখনো চলছে।

তিশার অভিযোগ, চুক্তিভঙ্গের দায় পরিচালকদের হলেও লাইন প্রোডিউসার শরিফুল ধাবক এখন তাকে কখনও এক–তৃতীয়াংশ, কখনও কিছু অংশ টাকা ফেরত দিতে বলছেন। পাশাপাশি সাংবাদিকদের কাছে ভুল তথ্য ছড়িয়ে তার ক্যারিয়ারের ক্ষতি করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা তিনি “অপচেষ্টা” হিসেবে আখ্যা দেন।

সবশেষে তিশা জানান, চুক্তিপত্রে কোথাও উল্লেখ নেই যে পরিচালকের ভুল হলে অভিনেত্রীকে টাকা ফেরত দিতে হবে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল—আইন বা আদালত যদি টাকা ফেরতের নির্দেশ দেয়, তিনি তা মানতে প্রস্তুত। একই সঙ্গে সাংবাদিকদের সত্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।