
বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানে গোল্ড মেডেল দিয়ে বিদায়ী সংবর্ধনা দিল সর্বস্তরের জনগণ। সাথে নতুন ইউএনও কায়েসুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নিলো বেগমগঞ্জের সর্বস্তরের জনগণ।
গতকাল রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশন। এতে অংশগ্রহণ করেন শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ সর্ব পর্যায়ের জনগণ।
তারা গত দুই বছরের নির্বাহী অফিসারের কীর্তি নিয়ে স্মৃতি চারন করে।
সোসাইল এলাইনমেন্ট ফেডারেশন সাধারণ সম্পাদক মশিউর রহমান ফাহাদ ও সাংবাদিক ইয়াকুব নবী ইমন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
অবসর প্রাপ্ত সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন, এই সময় আরও উপস্থিত ছিলেন সোসাইল এলাইনমেন্ট ফেডারেশন সভাপতি এস,এম শাহবুদ্দিন,জামায়াতের জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবু জায়েদ।
পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান,
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহাদাত হোসেন মডেল থানার অফিসার লিটন দেওয়ান,
শিক্ষক প্রতিনিধি এপেক্সিয়ান মাস্টার সফি উদ্দিন, সমাজসেবক আবদুল্লাহ আল বাকী
সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান কে ফুলের শুভেচ্ছা প্রদান, বিদায় নির্বাহী অফিসার আরিফুর রহমানকে গোল্ডেন মডেল প্রদান করা হয়।
সাইফুল ইসলাম বেগমগঞ্জ নোয়াখালী 























