ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

‘দ্য এক্সরসিস্ট’-এর পর ‘দ্য ব্যাটম্যান’ সিক্যুয়েলে স্কারলেটের প্রবেশ

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বিদায় নেওয়ার চার বছর পর এবার ডিসি ইউনিভার্সের গথাম সিটিতে পা রাখতে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। নেক্সাস পয়েন্ট নিউজের বরাতে জানা গেছে, ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি চূড়ান্ত আলোচনায় রয়েছেন।

চুক্তি সম্পন্ন হলে এটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল হিসেবে বড় চমক হিসেবে ধরা হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরই সিনেমার শুটিং শুরু হবে। তবে গথামে পা রাখার আগে স্কারলেট কাজ করবেন ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমায়, যার জন্য গত সপ্তাহেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

স্কারলেট জোহানসন এমসিইউতে নাতাশা রোমানফ/ব্ল্যাক উইডো চরিত্রে খ্যাতি অর্জন করেছেন। চলতি বছরের জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর পাশাপাশি সম্প্রতি ‘এলিনর দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটিয়েছেন।

সিক্যুয়েলের মুক্তির যাত্রা মসৃণ ছিল না; ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে প্রথম ঘোষণা দেয়, তবে মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তন হয়। চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে ১ অক্টোবর ২০২৭। সিনেমায় রবার্ট প্যাটিনসন ব্যাটম্যান/ব্রুস ওন চরিত্রে ফিরে আসছেন, আর কলিন ফ্যারেল, জোয়ে ক্রাভিটজ, পল ডানো, অ্যান্ডি সার্কিস ও ব্যারি কিওগানও থাকছেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তি বক্স অফিসে ৭৭০.৩ মিলিয়ন ডলার আয় করে সাফল্য অর্জন করেছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

‘দ্য এক্সরসিস্ট’-এর পর ‘দ্য ব্যাটম্যান’ সিক্যুয়েলে স্কারলেটের প্রবেশ

আপডেট সময় : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বিদায় নেওয়ার চার বছর পর এবার ডিসি ইউনিভার্সের গথাম সিটিতে পা রাখতে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। নেক্সাস পয়েন্ট নিউজের বরাতে জানা গেছে, ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি চূড়ান্ত আলোচনায় রয়েছেন।

চুক্তি সম্পন্ন হলে এটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল হিসেবে বড় চমক হিসেবে ধরা হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরই সিনেমার শুটিং শুরু হবে। তবে গথামে পা রাখার আগে স্কারলেট কাজ করবেন ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমায়, যার জন্য গত সপ্তাহেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

স্কারলেট জোহানসন এমসিইউতে নাতাশা রোমানফ/ব্ল্যাক উইডো চরিত্রে খ্যাতি অর্জন করেছেন। চলতি বছরের জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর পাশাপাশি সম্প্রতি ‘এলিনর দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটিয়েছেন।

সিক্যুয়েলের মুক্তির যাত্রা মসৃণ ছিল না; ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে প্রথম ঘোষণা দেয়, তবে মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তন হয়। চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে ১ অক্টোবর ২০২৭। সিনেমায় রবার্ট প্যাটিনসন ব্যাটম্যান/ব্রুস ওন চরিত্রে ফিরে আসছেন, আর কলিন ফ্যারেল, জোয়ে ক্রাভিটজ, পল ডানো, অ্যান্ডি সার্কিস ও ব্যারি কিওগানও থাকছেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তি বক্স অফিসে ৭৭০.৩ মিলিয়ন ডলার আয় করে সাফল্য অর্জন করেছিল।