ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতল ইন্টার মায়ামি

ইন্টার মায়ামি অবশেষে তুলে নিল তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান শিরোপা।

লিওনেল মেসির আগমনের পর মেজর লিগ সকারে বদলে যাওয়া দলটি এবার প্রথমবারের মতো জিতেছে এমএলএস কাপ। নিউইয়র্কের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারায় বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।

ম্যাচে গোল না করলেও দুটি নিখুঁত অ্যাসিস্টে মূল ভূমিকা রাখেন মেসি। একই সঙ্গে ক্যারিয়ারের শেষ ম্যাচে নেমে সার্জিও বুস্কেটসকে দেন প্রাপ্য বিদায় উপহার। শুরুতে মেসি ও ডি পলের উপযুক্ত সমন্বয়ের পর আলেন্দের ক্রসে ডিফেন্ডার ওকাম্পোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি।

কানাডিয়ান তারকা আলী আহমেদের শক্তিশালী শটে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার। তবে ৭১তম মিনিটে টার্নওভার ধরে নিয়ে ডি পলকে দিয়ে গোল করান মেসি। যোগ করা সময়ে আরও একটি দারুণ থ্রু-পাসে আলেন্দেকে দিয়ে নিশ্চিত করেন শিরোপা।

এ জয়ে ইন্টার মায়ামি হয়ে গেল এমএলএস ইতিহাসের ১৬তম চ্যাম্পিয়ন ক্লাব।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতল ইন্টার মায়ামি

আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ইন্টার মায়ামি অবশেষে তুলে নিল তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান শিরোপা।

লিওনেল মেসির আগমনের পর মেজর লিগ সকারে বদলে যাওয়া দলটি এবার প্রথমবারের মতো জিতেছে এমএলএস কাপ। নিউইয়র্কের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারায় বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।

ম্যাচে গোল না করলেও দুটি নিখুঁত অ্যাসিস্টে মূল ভূমিকা রাখেন মেসি। একই সঙ্গে ক্যারিয়ারের শেষ ম্যাচে নেমে সার্জিও বুস্কেটসকে দেন প্রাপ্য বিদায় উপহার। শুরুতে মেসি ও ডি পলের উপযুক্ত সমন্বয়ের পর আলেন্দের ক্রসে ডিফেন্ডার ওকাম্পোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি।

কানাডিয়ান তারকা আলী আহমেদের শক্তিশালী শটে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার। তবে ৭১তম মিনিটে টার্নওভার ধরে নিয়ে ডি পলকে দিয়ে গোল করান মেসি। যোগ করা সময়ে আরও একটি দারুণ থ্রু-পাসে আলেন্দেকে দিয়ে নিশ্চিত করেন শিরোপা।

এ জয়ে ইন্টার মায়ামি হয়ে গেল এমএলএস ইতিহাসের ১৬তম চ্যাম্পিয়ন ক্লাব।