ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বিগ বস ১৯’-এর চ্যাম্পিয়ন গৌরব খান্না

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর জিতেছেন অভিনেতা গৌরব খান্না। কয়েক সপ্তাহের প্রতিযোগিতা, চ্যালেঞ্জ আর নাটকীয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গ্র্যান্ড ফিনালেতে শিরোপা নিজের করে নেন তিনি। বিজয়ী হিসেবে ট্রফির সঙ্গে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ লাখ রুপি।

রোববার রাতে সালমান খান সঞ্চালিত জমকালো ফাইনালে পাঁচ ফাইনালিস্টের মধ্যে লড়াই হয়—আমাল মালিক, তানিয়া মিত্তাল, গৌরব খান্না, প্রণীত মোরে এবং ফারহানা ভাট। দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের কঠিন সব টাস্ক সফলভাবে সম্পন্ন করেই তারা ফাইনালে পৌঁছেছিলেন। শেষ পর্যন্ত গৌরব বিজয়ী হলেও, প্রথম রানার-আপ হন ফারহানা ভাট।

ফাইনালের মঞ্চ ছিল তারকায় পরিপূর্ণ। নতুন সিনেমা ‘তু মেরি, ম্যায় তেরা’–র প্রচারে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। এছাড়াও সানি লিওন, করণ কুন্দ্রা এবং ভোজপুরি অভিনেতা পবন সিং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। নাচ, গান, হাসি–আবেগের মোহময় পরিবেশে জমে ওঠে অনুষ্ঠান।

ভারতের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’–এর প্রতিটি সিজনেই প্রতিযোগীদেরকে একটি আবদ্ধ ঘরে নির্দিষ্ট সময় কাটাতে হয়, আর দর্শকদের ভোটেই এগিয়ে যান তারা। পূর্বে মুনাওয়ার ফারুকি, তেজস্বী প্রকাশ, দীপিকা কক্কর ও সিদ্ধার্থ শুক্লা এই শোয়ের চ্যাম্পিয়ন হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বিগ বস ১৯’-এর চ্যাম্পিয়ন গৌরব খান্না

আপডেট সময় : ০৭:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর জিতেছেন অভিনেতা গৌরব খান্না। কয়েক সপ্তাহের প্রতিযোগিতা, চ্যালেঞ্জ আর নাটকীয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গ্র্যান্ড ফিনালেতে শিরোপা নিজের করে নেন তিনি। বিজয়ী হিসেবে ট্রফির সঙ্গে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ লাখ রুপি।

রোববার রাতে সালমান খান সঞ্চালিত জমকালো ফাইনালে পাঁচ ফাইনালিস্টের মধ্যে লড়াই হয়—আমাল মালিক, তানিয়া মিত্তাল, গৌরব খান্না, প্রণীত মোরে এবং ফারহানা ভাট। দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের কঠিন সব টাস্ক সফলভাবে সম্পন্ন করেই তারা ফাইনালে পৌঁছেছিলেন। শেষ পর্যন্ত গৌরব বিজয়ী হলেও, প্রথম রানার-আপ হন ফারহানা ভাট।

ফাইনালের মঞ্চ ছিল তারকায় পরিপূর্ণ। নতুন সিনেমা ‘তু মেরি, ম্যায় তেরা’–র প্রচারে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। এছাড়াও সানি লিওন, করণ কুন্দ্রা এবং ভোজপুরি অভিনেতা পবন সিং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। নাচ, গান, হাসি–আবেগের মোহময় পরিবেশে জমে ওঠে অনুষ্ঠান।

ভারতের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’–এর প্রতিটি সিজনেই প্রতিযোগীদেরকে একটি আবদ্ধ ঘরে নির্দিষ্ট সময় কাটাতে হয়, আর দর্শকদের ভোটেই এগিয়ে যান তারা। পূর্বে মুনাওয়ার ফারুকি, তেজস্বী প্রকাশ, দীপিকা কক্কর ও সিদ্ধার্থ শুক্লা এই শোয়ের চ্যাম্পিয়ন হয়েছেন।