
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি পরিবেশ সচেতনতা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন। বারাণসী সফরে রাস্তার ধারের চাট খাওয়ার ছবি ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর নেটিজেনদের একাংশ অভিযোগ করেন, খাবারের প্লেট রাস্তায় ফেলে তিনি শহরের পরিচ্ছন্নতা নষ্ট করেছেন।
এই সমালোচনার জবাবে কঙ্গনা জানান, প্লেটটি তিনি পাশে রাখা ডাস্টবিনে ফেলে দিয়েছেন। তিনি আরও জানান, বারাণসী বা অন্য কোনও শহরেই তিনি কখনো আবর্জনা ছেড়ে নোংরা করেন না। কঙ্গনা কড়া ভাষায় বলেন, “মিথ্যা অভিযোগ করার আগে চারপাশটা দেখুন।”
তবে অভিনেত্রীর ব্যাখ্যা প্রকাশের পরও বিতর্ক থেমে যায়নি। কেউ কেউ মনে করছেন, জনপ্রিয় ব্যক্তি হওয়ায় তার প্রতিটি কাজের উপর অতিরিক্ত নজরদারি চলে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে এখনও তর্ক-বিতর্ক চলছে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























