
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মিরসরাইয়ের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
৯নং সদর ইউনিয়ন বি এন পির সদস্য মো বেলালর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি মাইনউদ্দিন কোম্পানি, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বি এন পির যুগ্ম আহ্বায়ক মো রবি, ইউনিয়ন বি এন পির সাবেক সেক্রেটারি সুজা। ৮ নং ইউনিয়ন বি এন পির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন বি এন পির সদস্য আরিফ হোসেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়। পরে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়।
নূর হোসেন মিয়া/মিরসরাই 























