ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবির শিক্ষক :মাহমুদুল হাসান

নারী জাগরণ ও শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

বুধবার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগম রোকেয়ার একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন— “আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’

পোস্টটিতে থাকা কার্ডে বেগম রোকেয়ার বিভিন্ন লেখার অংশ তুলে ধরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সমালোচনা করা হয়েছে। মন্তব্যের ঘরেও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী ‘সরি স্যার’ লিখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি ছবি যুক্ত করেন, যেখানে তিনি ‘আমিই রোকেয়া’ লোগোর সামনে দাঁড়িয়ে আছেন। ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম শেয়ার করেছিলেন।

এর আগে, ৫ ডিসেম্বরও একই শিক্ষক বেগম রোকেয়াকে কেন্দ্র করে একটি ধর্মীয় আলোচনা সংক্রান্ত ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁর মতাদর্শ ও লেখনীকে কঠোর সমালোচনা করা হয়।
উল্লেখ্য, নারী শিক্ষা, অধিকার ও সমাজজাগরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বুধবার চার নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়ে ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবির শিক্ষক :মাহমুদুল হাসান

আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

নারী জাগরণ ও শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

বুধবার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগম রোকেয়ার একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন— “আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’

পোস্টটিতে থাকা কার্ডে বেগম রোকেয়ার বিভিন্ন লেখার অংশ তুলে ধরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সমালোচনা করা হয়েছে। মন্তব্যের ঘরেও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী ‘সরি স্যার’ লিখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি ছবি যুক্ত করেন, যেখানে তিনি ‘আমিই রোকেয়া’ লোগোর সামনে দাঁড়িয়ে আছেন। ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম শেয়ার করেছিলেন।

এর আগে, ৫ ডিসেম্বরও একই শিক্ষক বেগম রোকেয়াকে কেন্দ্র করে একটি ধর্মীয় আলোচনা সংক্রান্ত ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁর মতাদর্শ ও লেখনীকে কঠোর সমালোচনা করা হয়।
উল্লেখ্য, নারী শিক্ষা, অধিকার ও সমাজজাগরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বুধবার চার নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়ে ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন।