
নব্বইয়ের দশকে একটি ফটোশুটকে কেন্দ্র করে বলিউডে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যেখানে পূজা ভাটকে দেখানো হয়েছিল বাবার সঙ্গে চুমু খাচ্ছেন। সেই সময় বহু সমালোচনা হয়, কিন্তু মহেশ ভাট ও পূজা ভাট চুপ ছিলেন।
এবার বহু বছর পর, মহেশ ভাট বিষয়টি নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, “আমার এবং পূজার চুমু নিয়ে যখন বিতর্ক ওঠে, আমি বলেছিলাম, পূজা আমার মেয়ে না হলে বিয়ে করতাম। এই মন্তব্য এখনো প্রযোজ্য।
পূজা অনেকটাই আমার মতো চিন্তাধারার মানুষ। তার মেধা ও মানসিকতার জন্যই আমি সম্মান প্রদর্শনের জন্য এমনটা করেছিলাম। এমন মেধাবী নারীই জীবনের সঠিক সঙ্গী হতে পারে।”
মহেশের মন্তব্য বলিউডে পুনরায় আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি নিজের এবং মেয়ের ব্যক্তিগত সম্পর্ককে কিভাবে সম্মানের মাধ্যমে দেখেছেন, তা তুলে ধরেছেন।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























