
সাগরপথে সিমেন্ট পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর থেকে সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট ও ২২ জন চোরাকারবারীকে আটক করা হয়।
গোপন সংবাদে জানা যায়, একটি চক্র সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে সিমেন্ট পাচারের পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী।
টহলরত নৌবাহিনীর জাহাজ *প্রত্যাশা*সেন্টমার্টিন থেকে প্রায় ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুইটি কাঠের বোট শনাক্ত করে। নৌবাহিনীর জাহাজ কাছে গেলে বোটগুলো পালানোর চেষ্টা করলে সেগুলো আটক করা হয়।
আটককৃত বোটের নাম খাজা গরিব-ই-নেওয়াজ-৬ম এবং মা বাবার দোয়া-১০ তল্লাশিতে মোট ১,৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করে নৌবাহিনী। একই সঙ্গে সংশ্লিষ্ট চক্রের ২২ সদস্যকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমায় সুশাসন প্রতিষ্ঠা, চোরাচালান রোধ, অভ্যন্তরীণ সন্ত্রাস ও অন্যান্য অপরাধ মোকাবিলায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























