ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ জন আটক

সাগরপথে সিমেন্ট পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর থেকে সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট ও ২২ জন চোরাকারবারীকে আটক করা হয়।

গোপন সংবাদে জানা যায়, একটি চক্র সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে সিমেন্ট পাচারের পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী।

টহলরত নৌবাহিনীর জাহাজ *প্রত্যাশা*সেন্টমার্টিন থেকে প্রায় ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুইটি কাঠের বোট শনাক্ত করে। নৌবাহিনীর জাহাজ কাছে গেলে বোটগুলো পালানোর চেষ্টা করলে সেগুলো আটক করা হয়।

আটককৃত বোটের নাম খাজা গরিব-ই-নেওয়াজ-৬ম এবং মা বাবার দোয়া-১০ তল্লাশিতে মোট ১,৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করে নৌবাহিনী। একই সঙ্গে সংশ্লিষ্ট চক্রের ২২ সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমায় সুশাসন প্রতিষ্ঠা, চোরাচালান রোধ, অভ্যন্তরীণ সন্ত্রাস ও অন্যান্য অপরাধ মোকাবিলায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ জন আটক

আপডেট সময় : ০৫:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সাগরপথে সিমেন্ট পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর থেকে সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট ও ২২ জন চোরাকারবারীকে আটক করা হয়।

গোপন সংবাদে জানা যায়, একটি চক্র সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে সিমেন্ট পাচারের পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী।

টহলরত নৌবাহিনীর জাহাজ *প্রত্যাশা*সেন্টমার্টিন থেকে প্রায় ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুইটি কাঠের বোট শনাক্ত করে। নৌবাহিনীর জাহাজ কাছে গেলে বোটগুলো পালানোর চেষ্টা করলে সেগুলো আটক করা হয়।

আটককৃত বোটের নাম খাজা গরিব-ই-নেওয়াজ-৬ম এবং মা বাবার দোয়া-১০ তল্লাশিতে মোট ১,৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করে নৌবাহিনী। একই সঙ্গে সংশ্লিষ্ট চক্রের ২২ সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমায় সুশাসন প্রতিষ্ঠা, চোরাচালান রোধ, অভ্যন্তরীণ সন্ত্রাস ও অন্যান্য অপরাধ মোকাবিলায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।