
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জি’-র ম্যাচে ইরান ও মিসরকে মুখোমুখি আনা হয়েছে ২৬ জুন সিয়াটল লুমেন ফিল্ডে।
কিন্তু ঠিক একই সময়ে সেখানে এলজিবিটিকিউ, প্রাইড উৎসব ও স্থানীয় শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা থাকায় দুই দেশের কঠোর আপত্তি জানিয়েছে। ইরান ও মিসরের ফুটবল ফেডারেশন ফিফাকে চিঠি দিয়ে এই আয়োজন বন্ধের অনুরোধ করেছে, কারণ তাদের মতে এটি সংস্কৃতি ও ধর্মীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক।
২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে প্রাইডফেস্ট উদযাপিত হয়ে আসছে। স্থানীয় আয়োজকরা জানিয়েছে, স্টেডিয়ামের ভেতরে কোনো কর্মকাণ্ড ফিফার নিয়ন্ত্রণে থাকবে, আর প্রাইড অনুষ্ঠান স্টেডিয়ামের বাইরে আয়োজন করা হবে।
সিয়াটল লুমেন ফিল্ডে গ্রুপপর্বে মোট চারটি ম্যাচ, রাউন্ড অব থার্টি টু ও রাউন্ড অব সিক্সটিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাইড অনুষ্ঠান স্টেডিয়ারের বাইরে অনুষ্ঠিত হলেও সমকামিতার পক্ষে প্রচারণা পুরো সপ্তাহজুড়ে চলবে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























