ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বিয়ে বাতিলের ঝড় পেরিয়ে ক্রিকেটেই মনোযোগ: স্মৃতি মান্ধানা

সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভারতীয় নারী ক্রিকেটে আলোচিত ঘটনা ছিল স্মৃতি মান্ধানার বিয়ে ভেঙে যাওয়ার প্রসঙ্গ। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তার বিয়ে স্থগিত হওয়ার খবর প্রথমে সামনে এলেও শেষ পর্যন্ত সেই আয়োজন পুরোপুরি বাতিল করেছেন এই বিশ্বকাপজয়ী ব্যাটার।

শুরুতে স্মৃতির বাবার অসুস্থতা ও পরে পলাশের শারীরিক সমস্যার কথা শোনা গেলেও গুঞ্জনে উঠে আসে সম্পর্ক ভাঙনের গল্পও।

সব জল্পনায় ইতি টেনে ইনস্টাগ্রামে স্মৃতি ঘোষণা দেন—ব্যক্তিগত কারণেই বিয়ে বাতিল করা হয়েছে এবং এ সময় পরিবারের গোপনীয়তা সম্মান করার অনুরোধ করেন। অন্যদিকে পলাশও ক্ষোভ প্রকাশ করে জীবনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

সব আলোচনা সরিয়ে এখন ক্রিকেটেই মনোযোগ দিতে চান স্মৃতি মান্ধানা। তার ভাষায়, ক্রিকেট ছাড়া কিছুই এতটা ভালো লাগার নয়। ভারতীয় জার্সিই তাকে সব সমস্যার বাইরে রাখে।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এক দশকের বেশি সময় ধরে বহু রেকর্ডের মালিক এই বাঁহাতি ব্যাটার জানান, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। চলতি বছর ভারতের নারী দল সে স্বপ্ন পূরণ করতেই আবেগে ভেসেছেন মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তিরা। স্মৃতি বলেন, নারী ক্রিকেটের বছরের পর বছরের লড়াইয়ের ফলই এই বিশ্বকাপ জয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বিয়ে বাতিলের ঝড় পেরিয়ে ক্রিকেটেই মনোযোগ: স্মৃতি মান্ধানা

আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভারতীয় নারী ক্রিকেটে আলোচিত ঘটনা ছিল স্মৃতি মান্ধানার বিয়ে ভেঙে যাওয়ার প্রসঙ্গ। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তার বিয়ে স্থগিত হওয়ার খবর প্রথমে সামনে এলেও শেষ পর্যন্ত সেই আয়োজন পুরোপুরি বাতিল করেছেন এই বিশ্বকাপজয়ী ব্যাটার।

শুরুতে স্মৃতির বাবার অসুস্থতা ও পরে পলাশের শারীরিক সমস্যার কথা শোনা গেলেও গুঞ্জনে উঠে আসে সম্পর্ক ভাঙনের গল্পও।

সব জল্পনায় ইতি টেনে ইনস্টাগ্রামে স্মৃতি ঘোষণা দেন—ব্যক্তিগত কারণেই বিয়ে বাতিল করা হয়েছে এবং এ সময় পরিবারের গোপনীয়তা সম্মান করার অনুরোধ করেন। অন্যদিকে পলাশও ক্ষোভ প্রকাশ করে জীবনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

সব আলোচনা সরিয়ে এখন ক্রিকেটেই মনোযোগ দিতে চান স্মৃতি মান্ধানা। তার ভাষায়, ক্রিকেট ছাড়া কিছুই এতটা ভালো লাগার নয়। ভারতীয় জার্সিই তাকে সব সমস্যার বাইরে রাখে।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এক দশকের বেশি সময় ধরে বহু রেকর্ডের মালিক এই বাঁহাতি ব্যাটার জানান, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। চলতি বছর ভারতের নারী দল সে স্বপ্ন পূরণ করতেই আবেগে ভেসেছেন মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তিরা। স্মৃতি বলেন, নারী ক্রিকেটের বছরের পর বছরের লড়াইয়ের ফলই এই বিশ্বকাপ জয়।