ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

পৈতৃক সম্পত্তি বিতর্কে মনোয়ার হোসেন ডিপজল ও বোনদের তুমুল বিবাদ

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি এলাকাবাসীর কাছে ‘দানবীর’ খেতাব পেয়েছেন। তবে এবার তার তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে অভিযোগ তুলেছেন।

ডিপজল সামাজিক মাধ্যমে মন্তব্য করে এই অভিযোগকে ‘মিথ্যা অপবাদ’ বলেছেন। তিনি বলেন, “আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী বোনেরা মালিক হন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই দেওয়া হবে।”

অভিনেতার বোন পারভীন বেগম বলেন, “যে ভাই মায়ের জানাজার নামাজ পর্যন্ত পড়েনি, সে বোনদের হক ন্যায্যভাবে দেবে, এটা আশা করা যায় না। আমরা আমাদের অংশ চাই, যা আমাদের প্রাপ্য। তিন ভাই চল্লিশ বছর ধরে বাবার সম্পত্তি ব্যবহার করেছে। আমরা এই বিষয়ে মামলা করেছি এবং আদালত বিষয়টি বিচার করবে।”

পারভীন আরও জানান, তাদের বাবা অনেক প্রোপার্টি রেখে গেছেন। তিন ভাই তলাভিত্তিকভাবে বাস করলেও, মা নিচতলায় আন্ডারগ্রাউন্ডে থাকতেন। তিনি অভিযোগ করেন, এই চল্লিশ বছরে বোনদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি ডিপজলের দখলে রয়েছে। পারভীন বলেন, “মোট সম্পত্তির বাজারমূল্য আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা, যেখানে তিন ভাইয়ের ভাগ তিন হাজার কোটি, আমাদের চার বোনের ভাগ দুই হাজার কোটি। আমরা কোনো ভুয়া দলিল স্বাক্ষর করব না।”

ডিপজল আগেই জানিয়ে দিয়েছেন, আইন অনুযায়ী বোনদের প্রাপ্য সম্পত্তি নিশ্চিত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

পৈতৃক সম্পত্তি বিতর্কে মনোয়ার হোসেন ডিপজল ও বোনদের তুমুল বিবাদ

আপডেট সময় : ০৫:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি এলাকাবাসীর কাছে ‘দানবীর’ খেতাব পেয়েছেন। তবে এবার তার তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে অভিযোগ তুলেছেন।

ডিপজল সামাজিক মাধ্যমে মন্তব্য করে এই অভিযোগকে ‘মিথ্যা অপবাদ’ বলেছেন। তিনি বলেন, “আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী বোনেরা মালিক হন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই দেওয়া হবে।”

অভিনেতার বোন পারভীন বেগম বলেন, “যে ভাই মায়ের জানাজার নামাজ পর্যন্ত পড়েনি, সে বোনদের হক ন্যায্যভাবে দেবে, এটা আশা করা যায় না। আমরা আমাদের অংশ চাই, যা আমাদের প্রাপ্য। তিন ভাই চল্লিশ বছর ধরে বাবার সম্পত্তি ব্যবহার করেছে। আমরা এই বিষয়ে মামলা করেছি এবং আদালত বিষয়টি বিচার করবে।”

পারভীন আরও জানান, তাদের বাবা অনেক প্রোপার্টি রেখে গেছেন। তিন ভাই তলাভিত্তিকভাবে বাস করলেও, মা নিচতলায় আন্ডারগ্রাউন্ডে থাকতেন। তিনি অভিযোগ করেন, এই চল্লিশ বছরে বোনদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি ডিপজলের দখলে রয়েছে। পারভীন বলেন, “মোট সম্পত্তির বাজারমূল্য আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা, যেখানে তিন ভাইয়ের ভাগ তিন হাজার কোটি, আমাদের চার বোনের ভাগ দুই হাজার কোটি। আমরা কোনো ভুয়া দলিল স্বাক্ষর করব না।”

ডিপজল আগেই জানিয়ে দিয়েছেন, আইন অনুযায়ী বোনদের প্রাপ্য সম্পত্তি নিশ্চিত করা হবে।