
২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের সঙ্গে। পরে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীরা খেলবে।
বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল এই বিশ্বকাপে আম্পায়ার, আর নিয়ামুর রশিদ রাহুল দায়িত্ব পালন করবেন ম্যাচ রেফারি হিসেবে। আসরে ১৬ দল চারটি গ্রুপে বিভক্ত, যেখানে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র ‘এ’ গ্রুপে রয়েছে। প্রথম ম্যাচ বুলাওয়েতে অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























