ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ৩৫ আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার

খুলনা নগরীর জোড়াগেট এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে অস্ত্র তৈরির সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ প্রায় ৩০ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার মালিকসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— কারখানার মালিক মো. নজরুল ইসলাম এবং কর্মচারী আকবর আলী, শহিদুল ইসলাম ও পিকলু। পুলিশ জানায়, কারখানায় অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হলেও ফিনিশিং ও সংযোজনের কাজ হতো অন্য স্থানে। সেই স্থানগুলোর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ৩৫ আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ১০:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

খুলনা নগরীর জোড়াগেট এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে অস্ত্র তৈরির সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ প্রায় ৩০ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার মালিকসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— কারখানার মালিক মো. নজরুল ইসলাম এবং কর্মচারী আকবর আলী, শহিদুল ইসলাম ও পিকলু। পুলিশ জানায়, কারখানায় অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হলেও ফিনিশিং ও সংযোজনের কাজ হতো অন্য স্থানে। সেই স্থানগুলোর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।