
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)। তারা কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে স্থাপিত চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। এ সময় মিনিট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেন জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র কোথা থেকে আনা হয়েছে এবং কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল—তা তদন্ত করা হচ্ছে।
নিজস্ব/নিউজ টুডে 




























