ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

মেসি কাণ্ডে নীরবতা ভাঙলেন শুভশ্রী

কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে এক ঝলক দেখতে না পাওয়ার ঘটনায় এখনও ক্ষোভ কাটেনি ফুটবলপ্রেমীদের। সেই আবহেই মেসি যে হোটেলে ছিলেন, সেখানে গিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনার মুখে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলী।

ছবিগুলো ভাইরাল হতেই সাধারণ মানুষের একাংশের তীব্র ক্ষোভ ও ট্রোলিংয়ের শিকার হন তিনি। অবশেষে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় পুরো ঘটনার ব্যাখ্যা দেন শুভশ্রী

অভিনেত্রী জানান, ‘G.O.A.T ইভেন্টে বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমাকে ও কৌশিক গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ অনুযায়ীই আমরা মেসির হোটেলে যাই এবং নির্ধারিত সময়েই তার সঙ্গে দেখা করে ছবি তুলি।’

তিনি বলেন, হোটেল থেকে বের হওয়ার সময় আয়োজকদের পক্ষ থেকে যুবভারতীতে যাওয়ার অনুরোধ জানানো হয় এবং সেখানে তাদের জন্য নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল। শুভশ্রীর দাবি, মাঠে জ্যামার থাকার কারণে নেটওয়ার্ক সমস্যায় ছবি সঙ্গে সঙ্গে পোস্ট করা সম্ভব হয়নি

তার ভাষ্যমতে, মেসি ক্রীড়াঙ্গনে প্রবেশের পর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা তিনি নিজের চোখে দেখেছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে ছবি দেরিতে পোস্ট হওয়াতেই বিতর্ক তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রোলিং প্রসঙ্গে শুভশ্রী বলেন, তাকে প্রোপাগান্ডা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হয়েছে। অভিনেত্রীর প্রশ্ন, ‘আমার ছবি তোলার জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও উপস্থিত ছিলাম?

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মেসি কাণ্ডে নীরবতা ভাঙলেন শুভশ্রী

আপডেট সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে এক ঝলক দেখতে না পাওয়ার ঘটনায় এখনও ক্ষোভ কাটেনি ফুটবলপ্রেমীদের। সেই আবহেই মেসি যে হোটেলে ছিলেন, সেখানে গিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনার মুখে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলী।

ছবিগুলো ভাইরাল হতেই সাধারণ মানুষের একাংশের তীব্র ক্ষোভ ও ট্রোলিংয়ের শিকার হন তিনি। অবশেষে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় পুরো ঘটনার ব্যাখ্যা দেন শুভশ্রী

অভিনেত্রী জানান, ‘G.O.A.T ইভেন্টে বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমাকে ও কৌশিক গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ অনুযায়ীই আমরা মেসির হোটেলে যাই এবং নির্ধারিত সময়েই তার সঙ্গে দেখা করে ছবি তুলি।’

তিনি বলেন, হোটেল থেকে বের হওয়ার সময় আয়োজকদের পক্ষ থেকে যুবভারতীতে যাওয়ার অনুরোধ জানানো হয় এবং সেখানে তাদের জন্য নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল। শুভশ্রীর দাবি, মাঠে জ্যামার থাকার কারণে নেটওয়ার্ক সমস্যায় ছবি সঙ্গে সঙ্গে পোস্ট করা সম্ভব হয়নি

তার ভাষ্যমতে, মেসি ক্রীড়াঙ্গনে প্রবেশের পর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা তিনি নিজের চোখে দেখেছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে ছবি দেরিতে পোস্ট হওয়াতেই বিতর্ক তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রোলিং প্রসঙ্গে শুভশ্রী বলেন, তাকে প্রোপাগান্ডা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হয়েছে। অভিনেত্রীর প্রশ্ন, ‘আমার ছবি তোলার জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও উপস্থিত ছিলাম?