ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বিজয় দিবসে দেশপ্রেমে একাত্ম তারকারা, আবেগঘন বার্তায় জয়–বুবলী–কুসুম

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছেন দেশের সর্বস্তরের মানুষ। বিজয়ের এই দিনে শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় স্মরণ করেছেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মাহাত্ম্য।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিনের উদযাপন হিসেবে নয়, বরং একটি চলমান সংগ্রাম হিসেবে দেখছেন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও উল্লেখ করেন, এই ঋণের প্রকৃত প্রতিদান হবে ন্যায্যতা ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা।

চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন ভিন্ন এক আবেগে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আগামীর বাংলাদেশের প্রতীকী ছবি তুলে ধরেন তিনি। লাল–সবুজ পতাকাসহ মা–ছেলের সেই ছবি শেয়ার করে বুবলী লেখেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

এদিকে অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়ে বিজয় দিবসের আনন্দ ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

বিজয় দিবসে তারকাদের এই বার্তাগুলো আবারও স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, বরং একটি দায়িত্ব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বিজয় দিবসে দেশপ্রেমে একাত্ম তারকারা, আবেগঘন বার্তায় জয়–বুবলী–কুসুম

আপডেট সময় : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছেন দেশের সর্বস্তরের মানুষ। বিজয়ের এই দিনে শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় স্মরণ করেছেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মাহাত্ম্য।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিনের উদযাপন হিসেবে নয়, বরং একটি চলমান সংগ্রাম হিসেবে দেখছেন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও উল্লেখ করেন, এই ঋণের প্রকৃত প্রতিদান হবে ন্যায্যতা ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা।

চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন ভিন্ন এক আবেগে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আগামীর বাংলাদেশের প্রতীকী ছবি তুলে ধরেন তিনি। লাল–সবুজ পতাকাসহ মা–ছেলের সেই ছবি শেয়ার করে বুবলী লেখেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

এদিকে অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়ে বিজয় দিবসের আনন্দ ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

বিজয় দিবসে তারকাদের এই বার্তাগুলো আবারও স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, বরং একটি দায়িত্ব।