ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

আইপিএলে বাংলাদেশিদের সর্বোচ্চ দামে মুস্তাফিজ,

আইপিএল নিলামে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

এর আগে এই রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। ২০০৯ সালে কলকাতা ফ্র্যাঞ্চাইজিই তাকে ৬ লাখ ডলারে কিনেছিল, যা বর্তমান বাজারমূল্যে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি।

মুস্তাফিজের এমন অর্জনে উচ্ছ্বসিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘খুবই খুশির খবর। এমন অর্জন যত ভালোভাবে সম্ভব মানুষের সামনে তুলে ধরা উচিত।’ তবে মুস্তাফিজের কাছ থেকে ‘ট্রিট’ পাওয়া নিয়ে কিছুটা সন্দেহও প্রকাশ করেন তিনি।

এদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, মুস্তাফিজের এই মূল্য বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন। তার মতে, দীর্ঘদিনের পারফরম্যান্সের সুবাদেই এই স্বীকৃতি পেয়েছেন কাটার মাস্টার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আইপিএলে বাংলাদেশিদের সর্বোচ্চ দামে মুস্তাফিজ,

আপডেট সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

আইপিএল নিলামে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

এর আগে এই রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। ২০০৯ সালে কলকাতা ফ্র্যাঞ্চাইজিই তাকে ৬ লাখ ডলারে কিনেছিল, যা বর্তমান বাজারমূল্যে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি।

মুস্তাফিজের এমন অর্জনে উচ্ছ্বসিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘খুবই খুশির খবর। এমন অর্জন যত ভালোভাবে সম্ভব মানুষের সামনে তুলে ধরা উচিত।’ তবে মুস্তাফিজের কাছ থেকে ‘ট্রিট’ পাওয়া নিয়ে কিছুটা সন্দেহও প্রকাশ করেন তিনি।

এদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, মুস্তাফিজের এই মূল্য বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন। তার মতে, দীর্ঘদিনের পারফরম্যান্সের সুবাদেই এই স্বীকৃতি পেয়েছেন কাটার মাস্টার।