
ভারত সফরে গিয়ে ব্যতিক্রমী ও বিলাসবহুল এক উপহার পেয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। সফরের শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন এনে তিনি গুজরাটের জামনগরের বনতারায় যান, যেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি।
বনতারায় অবস্থানকালে পুজো দেওয়া, সিংহ দর্শনসহ নানা আয়োজনে অংশ নেন মেসি। এ সময় অনন্ত আম্বানি তাকে উপহার দেন একটি বিরল ঘড়ি, যা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ঘড়িটি হলো রিচার্ড মিলির ‘আরএম ০০৩-ভি২ জিএমটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন’। এর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ কোটি টাকারও বেশি। বিশ্বে মাত্র ১২টি ঘড়ি তৈরি করা হয়েছে এই বিশেষ সংস্করণের।
মেসির হাতে ঘড়িটি দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ছবিগুলো। যদিও বিলাসবহুল ঘড়ির সংগ্রহে মেসি নতুন নন। তার সংগ্রহে রয়েছে রোলেক্স লে ম্যান্স, রোলেক্স জিএমটি মাস্টার টু, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিনসহ একাধিক দুর্লভ ও দামী ঘড়ি।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























