
বাংলা গানের তালে এবার ফুরফুরে মেজাজ ছড়ালেন বলিউডের নায়িকা নোরা ফাতেহি। সম্প্রতি প্রকাশিত দিলশাদ নাহার কনার ‘মেহেন্দি’ গানে নেচেছেন নোরা। গানের সুর ও সংগীত করেছেন সানজয়, আর কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নোরা ফাতেহি আনন্দে মেতে নাচছেন, সাথে রয়েছেন সানজয়। ভিডিওটি শেয়ার করে সানজয় ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি’।
নেটিজেনরা নোরার পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত, এক মন্তব্যে বলা হয়েছে, ‘বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর মুহূর্ত’। অন্য একজন লিখেছেন, ‘বাংলা গান বিশ্ব দরবারে পৌঁছাচ্ছে, দেখে ভালো লাগছে’।
টিকটক এবং রিলসে ইতিমধ্যেই জনপ্রিয় এই গানটি নোরার নাচের সঙ্গে আরও হিট হয়ে উঠেছে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























