
“ফ্যাশন ইনফ্লুয়েনসারের রহস্যমৃত্যু, স্বামী গ্রেপ্তার” ব্রাজিলে ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েনসার মারিয়া কাতিয়ানে গোমেস দা সিলভার ২৯ নভেম্বর ১০ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। শুরুতে তার স্বামী আলেক্স লিয়েন্দ্রো বিস্পো দস সান্তোস এটিকে আত্মহত্যা দাবি করেছিলেন।
তবে পুলিশি তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সকালেই সান্তোস মারিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং লিফটে তাদের ঝগড়া হয়েছে। প্রমাণ ও জবানবন্দির অসঙ্গতির কারণে পুলিশ গত ৯ ডিসেম্বর তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে।
মারিয়া মূলত ইনস্টাগ্রামে লাইফস্টাইল, সৌন্দর্য ও ভ্রমণ বিষয় নিয়ে সক্রিয় ছিলেন।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























