ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

পিএসএলের কারণে দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

আগামী বছরের মার্চ–এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, এই সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সূচি রয়েছে। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে সময়সূচির সাংঘর্ষিক হওয়ায় এই সিরিজ অনুষ্ঠিত হবে দুই ভাগে।

রোববার পিএসএলের সূচি ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। ঘোষিত সূচি অনুযায়ী, পিএসএল শুরু হবে ২৬ মার্চ এবং শেষ হবে ৩ মে। ফলে এই সময়ের মধ্যে বাংলাদেশ সফর করা সম্ভব না হওয়ায় সিরিজের সময় পুনর্বিন্যাস করা হচ্ছে।

পাকিস্তানের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। পিএসএলের আগে ও পরে ভাগ করে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

তিনি জানান, পিএসএলের কারণে সিরিজের সময় পরিবর্তন করা হলেও ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সিরিজ আগে অনুষ্ঠিত হবে—সে বিষয়ে এখনও দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিষয়টি দুই দলের পরিকল্পনার ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

পিএসএলের কারণে দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

আপডেট সময় : ০৮:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

আগামী বছরের মার্চ–এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, এই সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সূচি রয়েছে। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে সময়সূচির সাংঘর্ষিক হওয়ায় এই সিরিজ অনুষ্ঠিত হবে দুই ভাগে।

রোববার পিএসএলের সূচি ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। ঘোষিত সূচি অনুযায়ী, পিএসএল শুরু হবে ২৬ মার্চ এবং শেষ হবে ৩ মে। ফলে এই সময়ের মধ্যে বাংলাদেশ সফর করা সম্ভব না হওয়ায় সিরিজের সময় পুনর্বিন্যাস করা হচ্ছে।

পাকিস্তানের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। পিএসএলের আগে ও পরে ভাগ করে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

তিনি জানান, পিএসএলের কারণে সিরিজের সময় পরিবর্তন করা হলেও ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সিরিজ আগে অনুষ্ঠিত হবে—সে বিষয়ে এখনও দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিষয়টি দুই দলের পরিকল্পনার ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।