ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বোয়ালখালীতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি খাল থেকে নয়ন উদ্দিন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে বোয়ালখালী খালের লবণ ফ্যাক্টরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন উদ্দিন বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আচু মাঝির বাড়ির বাসিন্দা মো. কুদ্দুসের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের দাবি অনুযায়ী নয়ন উদ্দিনকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের আলামত গোপন করতে মরদেহ খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বোয়ালখালীতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি খাল থেকে নয়ন উদ্দিন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে বোয়ালখালী খালের লবণ ফ্যাক্টরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন উদ্দিন বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আচু মাঝির বাড়ির বাসিন্দা মো. কুদ্দুসের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের দাবি অনুযায়ী নয়ন উদ্দিনকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের আলামত গোপন করতে মরদেহ খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।