
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চমক হিসেবেই স্কোয়াডে নেই দেশটির অন্য দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল। অধিনায়কত্বে রয়েছেন সূর্যকুমার যাদব, সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল।
১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন রিংকু সিং ও উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণ। উইকেটরক্ষক হিসেবে থাকছেন সঞ্জু স্যামসনও। বিশ্বকাপের আগে এই দল খেলবে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
দলবদলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ওপেনিংয়ে স্যামসন জায়গা পাকাপোক্ত করেছেন, যেখানে ব্যাকআপ হিসেবে আছেন ইশান কিষাণ। জিতেশ শর্মা বাদ পড়েছেন। বোলিং বিভাগে রয়েছেন জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, হার্শিত রানা এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বিশ্বকাপে খেলবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় শুরু হচ্ছে বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে, যা দলের আত্মবিশ্বাসকে বাড়িয়েছে।
নিজস্ব/নিউজ টুডে 




























