
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল ‘ফোর ইডিয়টস’ নিয়ে উচ্ছ্বাস ছড়াচ্ছে। মূল তিন অভিনেতা—আমির খান, আর মাধবন ও শারমান জোশি—ফিরে আসছেন তাদের পুরনো চরিত্রে। এবার নতুন চতুর্থ ‘ইডিয়ট’ চরিত্রও যুক্ত হচ্ছে।
নির্মাতারা জানিয়েছেন, একজন প্রথম সারির জনপ্রিয় অভিনেতা এই চরিত্রে থাকতে পারেন, তবে চূড়ান্ত নাম এখনও ঘোষণা হয়নি। ২০০৯ সালের সিনেমার অন্যান্য অভিনেতারাও সম্ভাব্যভাবে সিক্যুয়েলে থাকবেন। পরিচালক রাজকুমার হিরানি বলেছেন, সিক্যুয়েলটি কেবল নাম নয়, বরং মূল গল্পের ধারাবাহিকতায় আরও আকর্ষণীয়ভাবে দর্শকের সামনে আসবে।
নিজস্ব/নিউজ টুডে 




























