
হলিউডের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি স্পাইডার-ম্যান এর নতুন কিস্তি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর শুটিং শেষ হয়েছে। পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন সামাজিক মাধ্যমে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে প্রধান অভিনেতা টম হল্যান্ড এর একাগ্রতা ও নেতৃত্বের প্রশংসা করেছেন।
নতুন কিস্তিতে মার্ভেল চরিত্র হাল্ক, ‘দ্য পানিশার’ ও স্করপিয়ন দেখা যাবে। এছাড়া ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিঙ্ক এবং এমজে ও নেড চরিত্রে জেনডায়া ও জেকব বাটালন ফিরছেন। চিত্রনাট্য করেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমারস। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩১ জুলাই, সারা বিশ্বে।
নিজস্ব/নিউজ টুডে 




























